শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
Led04সদর

খানপুরে নিরাপত্তা প্রহরীকে হত্যা: পলাতক ‘অপু’ পটুয়াখালীতে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বাড়ির নিরাপত্তা প্রহরী আবু হানিফকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার তিন দিনের মাথায় পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ ও র‍্যাব-৮ একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার কলাপাড়ার বলিপাড়া এলাকা থেকে আসামি অপু (২৫)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপু নারায়ণগঞ্জ সদর মডেল থানার মহসিন ক্লাবের গলির বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বেলা ১২টার দিকে একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত অপুসহ ১০-১২ জন লোক খানপুর জিতু ভিলার নিরাপত্তা প্রহরী আবু হানিফ (৩০)-কে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয়। এরপর আনুমানিক সাড়ে ১২টায় সেখান থেকে তাকে সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে আরো উচ্ছৃংখল জনতা হানিফকে মারধর করে।

সর্বশেষ, দুপুর দেড়টায় থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই উল্লিখিত বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন তাকে ইট দিয়ে এলোপাতাড়ি মারধর, কিল, ঘুষি ও লাথি মারে। এতে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত হানিফকে স্থানীয় লোকজনের সহায়তায় বেলা ৩টায় খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি অপুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

RSS
Follow by Email