শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led02রাজনীতি

খানপুরে এড. সাখাওয়াত ‘জামায়াত জনগণের সাথে তামাশা করছে’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান দলের অভ্যন্তরে ঐক্যের ওপর জোর দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, বিএনপিকে দুর্বল করতে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য আসছে। তিনি সরাসরি জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খানপুরে ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

সাখাওয়াত হোসেন খান বিএনপিকে একটি ‘ফলজ গাছ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “অনেকেই সেই গাছে ঝাঁকি ও চাকা দিতে চাইবে। এতে করে আমাদের ঘাবড়ানোর কিছুই নাই। আমাদের মূল কাজটা হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি স্পষ্ট করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করা এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ী করাই কর্মীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

“বিএনপি হল কর্মী নির্ভর ও সমর্থকদের দল। বিগত ১৫ বছরের এই কর্মী সমর্থকই কিন্তু বিএনপিকে টিকে রেখেছিল,” বলেন তিনি।

সমসাময়িক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “জামাত আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। তারা বলে বিএনপি আর আওয়ামী লীগ একই ধরনের। আমি মনে করি জামায়াত এ ধরনের কথা বলে জনগণের সাথে তামাশা করছে।”

তিনি চরমোনাইকে কটাক্ষ করে বলেন, তারা আওয়ামী লীগ সরকারের অধীনেই গত ১৫ বছরে চেয়ারম্যানি ও মেম্বারি নির্বাচন করেছে এবং ৫% ভোট পড়া নির্বাচনেও অংশগ্রহণের চেষ্টা করেছিল।

এড. সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন ও মামলার শিকার হয়েছেন।

“জামায়াত কিছু কর্মসূচি পালন করেছিল, তার জন্য কিন্তু মামলা হয়েছিল। সেই মামলায় জামাতের দুই-একজন নেতাকর্মীকে আসামি করা না হলেও কিন্তু আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছিল। শুধু তাই না, ওই হেফাজতের মামলা হয়েছে সেখানেও কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে।”

তিনি হুঁশিয়ারি দেন, যারা অন্যদের ছোট করে কথা বলে, তারা নিজেরাই সমাজে ছোট ও নিগৃহীত হবে। বিএনপি জনগণের পাশে ছিল এবং থাকবে।

মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও সদর থানা সভাপতি মাসুদ রানা। এছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email