খানপুরের যেসব জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না
লাইভ নারায়ণগঞ্জ: নগরীর খানপুরের কিছু এলাকায় প্রজেক্টের কাজের জন্য দুপুর থেকে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নারায়ণগঞ্জ। রবিবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদ।
তিনি বলেন, ‘বিভিন্ন বৈদ্যুতিক লাইন ও খুটি স্থাপনের জন্য খানপুর এলাকায় আজ বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আজ সকাল থেকে সেখানে মাইকিং করা হচ্চে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ সেড়ে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করবো।’
ডিপিডিসির আরেক কর্মকর্তা বলেন, ‘আমোদের এরিয়া ক্যাবলের কাজ করানো হবে। তাই খানপুরের নগর খানপুর ও হাজীগঞ্জের কিছু জায়গায় দুপুরের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকতে পারে। তবে ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আশা করছি দুপুর ২টার মধ্যে শেষ হবে। যতো তাড়াতাড়ি পারি আমরা কাজ শেষে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক করে দিবো।’