সোমবার, জুলাই ২৮, ২০২৫
রাজনীতি

খাওয়ার জন্য আসিনি, জণগনকে দেওয়ার জন্য এসেছি: আনু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের এই নারায়ণগঞ্জে মহানগর বিএনপিতে কারা ছিল আমরা কিন্তু জানি। নারায়ণগঞ্জে আমি কারো নামে মন্তব্য করতে চাইনা। আমরা চাই সকলে মিলে মিশে এই বিএনপির সদস্য সংগ্রহ করতে। আমরা খাওয়ার জন্য আসি নাই, আমরা জনগনকে দেওয়ার জন্য এসেছি।

রবিবার (২৭ জুলাই) বিকাল ৩ টায় এনসিসির ১৯,২০, ২১,নং ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়েন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্দরের দড়ি সোনাকান্দা হেভেন কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি বক্তেব্য আনু একথা বলেন।

আনু আরও বলেন, আমাদের নেতা তারেক জিয়া নিদের্শ কোন ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর যাতে এই সদস্য সংগ্রহ কার্যক্রমে যাতে স্থান না পায়। সেদিকে খেয়াল রাখবেন।

সভায় নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন (শোখন) সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য শহিদুর ইসলাম রিপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য মোঃ ফারুক হোসেন, বিশেষ বক্তা সদস্য এড.বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আলমগীর হোসেন, ফারুক আহম্মেদ রিপন এড. শিপলু, শাখাওয়াত ইসলাম রানা, মোঃ সরকার আলম, বাদল ঢালী প্রমুখ। অন্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি নেতা পারভেছ আলী, সাদ্দাম হোসেন, তাওলাদ হোসেন, নাসির হোসেন, মোহাম্মদ ছাহিদ, মোঃমামুন , সিটি জুয়েল সিটি আরিফ , ১৯, ২০, ২১,নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email