বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led01ফতুল্লারাজনীতি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলা বিএনপির আয়োজিত সমাবেশে অংশ নিতে আসছে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা। মহাসমাবেশে অংশ নিতে দুপুর থেকেই স্লোগানসহকারে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড সংলগ্ন রাস্তায় সামাবেশ শুরু হবে।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবিতে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

সরেজমিনে দেখা গেছে, অনেকে দুপুরের আগে এসে সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নিয়েছেন। এ ছাড়া সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিত হয়ে স্লোগান দিতে দেখা গেছে। বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করেও নেতাকর্মীরা আসছেন সমাবেশে অংশ নিতে। দুপুর সোয়া ১টা পর্যন্ত সমাবেশ স্থলের আশেপাশে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের আশপাশের এলাকা সাজানো হয়েছে বিভিন্ন ব্যানারে। আশপাশের ভবনেও সাটানো হয়েছে ব্যানার।

RSS
Follow by Email