ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না: মাও. কাইয়ূম
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সনমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রেমের বাজার সংলগ্ন মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাবে, যার ওপরে ভিত্তি করে পরবর্তীতে নির্বাচিত সরকার সংবিধান, নির্বাচন, বিচার বিভাগসহ অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্কার করবে। আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কী দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে। ফ্যাসিবাদে জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল।
এতে প্রধান বক্তা ছিলেন দলের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাও শফিকুল ইসলাম। বিশেষ বক্তা নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহা জাহাঙ্গীর কবির। সনমান্দী ইউনিয়ন সভাপতি মুহা খোকন হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহা ফারুক আহমাদ মুন্সী, হাজী নুরুল আমিন খান, মাওঃ আবুল কালাম আজাদী,হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মুহা সোহেল সরকার,মুহা খলিলুর রহমান,শাহ মুহা আব্দুল আজিজ প্রমুখ।