শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02ধর্ম

ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে। আমাদের সব কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদাত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০নং ওয়ার্ড এর গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০নং ওয়ার্ড এর সভাপতি হাজী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ছাত্র ও যুব বি. সম্পাদক আ. রহমান রোমান প্রধান প্রমুখ।

RSS
Follow by Email