ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের খেয়ানত হবে না: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তিনি জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দেশে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
মাওলানা আবদুল জব্বার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগটি মামুদপুর থেকে শুরু হয়ে সরদার বাড়ি জামে মসজিদ, ভূঁইঘর বাস স্ট্যান্ড এবং রুপায়ন আবাসিক এলাকা হয়ে মহল্লায় মহল্লায় প্রবেশ করে।
ভোটারদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে, সরকারি বরাদ্দের টাকা আমাদের পকেটে যাবে না। অন্যায়, জুলুম, ব্যভিচার হবে না। আল্লাহর আইন বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।”
তিনি দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, জামায়াত নির্বাচিত হলে বেসিক কর্ম দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এই গণসংযোগে উপস্থিত ছিলেন থানা আমীর মাহাবুবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল, গাজী সালাম সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। প্রার্থীর সমর্থনে এসময় তারা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেন।
