‘ক্লিন ইমেজের’ নেতাদের দলে যুক্ত করার পক্ষে বার্তা দিলেন বিএনপি নেতা এড. শিপলু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে দলের অভ্যন্তরে নতুন সদস্যপদ গ্রহণ নিয়ে তৈরি হওয়া কোন্দলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নতুন নেতাদের যোগদানে দলের কিছু বাঘা নেতার ‘গাত্রদাহ’ হওয়ার কোনো কারণ নেই। তার মতে, ত্যাগী ও পরীক্ষিত বলে দাবি করা অনেক নেতার ‘কুকর্মের’ কারণেই নতুন ও ক্লিন ইমেজের নেতাদের দলে আনা প্রয়োজন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অ্যাডভোকেট শিপলু লেখেন, “একটা সাধারণ সদস্যপদ গ্রহণে বাঘা বাঘা নেতাদের এত গাত্রদাহ হওয়ার কারণ কি। নিজেদের কর্মের উপর কি আপনাদের আস্থা নাই! হাট ঘাট বালু ঝুট স্ট্যান্ডতো উনি দখল নিতে আসেনি ভাই।”
তিনি আরও বলেন, “ত্যাগী ত্যাগী বলে চিল্লাইয়া মাঠ যে গরম করতে চাচ্ছেন আপনারা কি ভুলে গেছেন বিগত ১৪ মাসে কুকর্মের কারণে ৬ হাজার এর অধিক বহিষ্কার হয়েছে। তারাও কিন্তু বিগত ১৭ বছর ত্যাগীই ছিলো।”
শিপলু যুক্তি দেন, তথাকথিত ত্যাগী নেতাদের কুকর্মের কারণেই দলে নতুন করে জনপ্রিয় ও ক্লিন ইমেজের লোক যুক্ত করা হবে, যারা ভোটের বাক্সে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তার এই স্ট্যাটাস নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। শিপলুর এই বক্তব্য দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে এবং একইসাথে যারা নতুন নেতাদের যুক্ত করার বিরোধিতা করছেন, তাদের তীব্র সমালোচনা করে। তিনি সতর্ক করে বলেন, দলের সর্বোচ্চ সিদ্ধান্ত না মেনে ‘আতি বিপ্লবী’ হলে তা নিজের এবং দলের জন্য অমঙ্গল বয়ে আনবে।