রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Led04অর্থনীতি

ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় এসোসিয়েশনের কার্যকরী কমিটির ১৮ জন সদস্যের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রবীর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি পদে আলী আকবর ভূঁইয়া, মো. খালেদ হোসেন অপু ও মো. মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: আলহাজ্ব মো. সাইদুর রহমান মোল্লা, মো. হাবিব ইব্রাহিম বাবুল, মো. মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মো. নেছারউদ্দিন মোল্লা, আলহাজ্ব মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. ফরহাদ রানা, মো. নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মো. শাহ আলম সিদ্দিকী ও প্রনব কুমার সাহা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে জানায়, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮ নম্বর অনুচ্ছেদ এবং সংঘবিধির ১৭ (৫)(ক) ধারা অনুযায়ী, জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন সর্বমোট ১৮ জন কার্যনির্বাহী সদস্য চূড়ান্তভাবে নির্বাচিত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য মো. শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক এবং নির্বাচন আপিল বোর্ডের সদস্য মো. মজিবর রহমান শিকদার ও রাজিব কুমার সাহা। এছাড়া নির্বাচন বোর্ডের সচিব মো. সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email