ক্রয় দামে বিক্রয় প্রকল্প উদ্বোধনে সাদরিল ‘ভবিষ্যতেও প্রকল্পটির কাজ চলমান থাকবে’
লাইভ নারায়ণগঞ্জ: রমজান মাস জুড়ে কেনা দামে সাধারণ শ্রেণির মানুষকে চাল, ডাল, তেল, ছোলা বুট, চিনি, মুড়ি ও খেজুর দিচ্ছে এম, এ, হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশন।শনিবার (৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের গোদনাইল লক্ষী নারায়ণ স্কুলস্থ হাজীর বাগ মোড়ে ‘ক্রয় দামে বিক্রয়’ প্রকল্পটির ৪র্থ বুথের উদ্বোধণ করা হয়। সকাল ১১টায় এর উদ্বোধণ করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ—সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি, এম, সাদরিল।
এসব বুথ থেকে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বল্পমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, নারায়ণগঞ্জ—৪ আসনের সাবেক এমপি এবং ফাউন্ডেশনটির চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন আদর্শ এই প্রকল্পটির উদ্যোক্তা ও পরিচালক।
সাধারণ শ্রেণির মানুষ কেজি দরে তেল ১৮০, ছোলা বুট ১০০, মসুর ডাল ১০০, চিনি ১১৫, খেজুর ৭০, মুড়ি ৭০ এবং চাল ৫৫ টাকায় ক্রয় করতে পারছেন।
উদ্ধোধন কালে জি,এম,সাদরিল বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে স্বল্প মূল্যে রোজাদার পরিবারে ভোজ্য পণ্য সরবরাহের মাধ্যমে তাদের সহযোগিতা করার উদ্দেশ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন,এই প্রকল্পটি আল্লাহ তালার সন্ত‘ষ্টির জন্য করা হয়েছে। ভবিষ্যতেও এই প্রকল্পটির কাজ চলমান থাকবে।
সিদ্ধিরগঞ্জের গোদনাইল লক্ষী নারায়ণ স্কুলস্থ হাজীর বাগ মোড়ের উদ্যোক্ত শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উক্ত প্রকল্পটির উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগন জাসাসের সভাপতি, দৈনিক অগ্রাবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, মফিজুল ইসলাম, এমদাদ হোসেন, মীর মাহাবুব হোসেন, নুর হোসেন, মোহাম্মদ আলী, ডিপ্তী, শাহাবুদ্দিন, মনু মিয়া, মোহাম্মদ শহীন, নাজমুল, রুবেল, রাজু, ইয়াসিন, বিলাশ ও সিয়ামসহ আরো অনেকে।