বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led04অর্থনীতিজেলাজুড়েফতুল্লা

ক্রোনী এপারেলস কারখানায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় কয়েকমাসের বকেয়া বেতনের দাবীতে ক্রোনী এপারেলস কারখানার কর্মরত শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ করেছে। শনিবার (১৬ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকা – মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নিয়ে কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনরতদের মধ্যে শ্রমিকদের ২ মাস এবং স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।

বিক্ষোভে ক্রোনী এপারেলস কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফরা কর্মবিরতি পালন করেন। এ সময় প্রায় ৩ ঘন্টা কারখানার সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে। বেলা ১২ টার দিকে মালিকপক্ষ থেকে বেতন দেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কাজে যোগ দেয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, স্টাফদের বেতন পরিশোধের দাবীতে তারা কারখানার সামনে অবস্থান নিয়েছিলো। তবে সড়ক অবরোধ করেনি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহেই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।।

RSS
Follow by Email