বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ক্রীড়াজেলাজুড়ে

ক্রীড়াব্যক্তিত্ব কে.ইউ আকসির মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের ক্রীড়াঙ্গণের বরণ্য ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি কে.ইউ. আকসি ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বুধবার (২৬ জুন) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কে.ইউ. আকসি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মরহুমের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বরণ্য এ ক্রীড়া ব্যাক্তিত্বের আত্নার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

RSS
Follow by Email