শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led05রাজনীতিসোশ্যাল মিডিয়া

ক্যান্সার-কিডনী আক্রান্ত দু’জনের পাশে টিম খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: ক্যান্সার আক্রান্ত মিনারা বেগম, কিডনি ও পক্ষাঘাত আক্রান্ত হ্যাপী আক্তারের পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ।

শনিবার (৭ অক্টোবর) টিম খোরশেদ এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত মাসদাইর নিবাসী মিনারা বেগমের জন্য সামান্য নগদ অর্থ ও কিডনী রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাত গ্রস্ত পাইকপাড়া নিবাসী হ্যাপী আক্তারের জন্য একটি হুইল চেয়ার তাদের বাড়ী পৌঁছে দিয়েছে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ প্রসঙ্গে টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, অসহায় মানুষের কল্যানে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকার চেষ্ঠা আমাদের অব্যাহত থাকবে।

RSS
Follow by Email