বুধবার, জানুয়ারি ১, ২০২৫
Led01অর্থনীতি

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলেন মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি. (সিপিজিসিবিএল) এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এ পর্ষদে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ হাতেমকে নির্বাচিত করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের উপসচিব ফারজানা খানমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়, ‘বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি. (সিপিজিসিবিএল)-এর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক (ব্যবসায়ী প্রতিনিধি) হিসেবে জনাব মোহাম্মদ হাতেম সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-কে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।

RSS
Follow by Email