বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led01জেলাজুড়েবিশেষ প্রতিবেদনসদর

কোরবানির ঈদে বেড়েছে নগরবাসীর ফ্রিজের চাহিদা

লাইভ নারায়ণগঞ্জ: কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে বেড়েছে ফ্রিজ কেনাকাটা। চাহিদা মোতাবেক ক্রেতারা পছন্দ করে ডিপ ফ্রিজ কিংবা ফ্রিজার কিনছেন। কোরবানির পশুর মাংস সংগ্রহ করতে, বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের নানা অফারের কারণে ইলেকট্রনিক্সের শোরুমে ভিড় করছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (১৩ জুন) নগরীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে সরেজমিনে গিয়ে দেখা যায়, শোরুম গুলোয় এক এক ব্র্যান্ডের ফ্রিজ দেখছেন ক্রেতারা। কোন কোম্পানীর ফ্রিজে কী অফার চলছে, কোন ফ্রিজে কোন ধরণের প্রযুক্তি আছে, দামের তুলনাসহ নানা বিষয় বিবেচনায় এনে ফ্রিজ কিনছেন তারা। ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, ঈদ উপলক্ষে ফ্রিজে বিশেষ ছাড় থাকায় ও কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য অনেকেই ফ্রিজার ও ডিপ ফ্রিজার কেনায় আগ্রহী।

ফ্রিজ কিনতে আসা ব্যবসায়ী সাইফুল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঈদে কোরবানির পশুর মাংস রাখার জন্য বড় ফ্রিজ দরকার ছিল। তাই দেখতে এসেছি কোন ব্র্যান্ডের ফ্রিজ নেওয়া যায়। এর মধ্যেই আমার দুটি ফ্রিজ পছন্দ হয়েছে। একটাতে ডিফ্রোস্ট টেকনোলজি ও আরেকটায় নো-ফ্রস্ট টেকনোলজি। নো-ফ্রস্টের দাম একটু বেশি দেখেছি। সন্ধ্যায় আমার ওয়াইফকে নিয়ে এসে ফ্রিজ দেখাবো। এরপর যেটা ভালো লাগে সেটাই কিনবো। পরে প্রয়োজন হলে ডিপ ফ্রিজও কেনা হতে পারে।

আরেক ক্রেতা জিয়াদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঈদুল আযহা উপলক্ষে অনেক কোম্পানীকেই ডিসকাউন্টসহ বিভিন্ন অফার দিতে দেখেছি। কয়েকদিন যাবত বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের স্পেক্স তুলনা করেছি। এরই মধ্যে একটি ফ্রিজ পছন্দ হয়েছে। বাসার মানুষদের সাথে কথা বলেই তা নিচ্ছি।

শোরুমের কর্মকর্তারা বলছেন, ঈদ উপলক্ষে ফ্রিজের প্রতি ক্রেতাদের ঝোঁক বেড়েছে। দেশীয় ও বিদেশী ব্র্যান্ড উভয়ের প্রতি ক্রেতাদের আকর্ষণ আছে। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড‘র এর ম্যানেজার কামাল চৌধুরী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঈদ উপলক্ষে ফ্রিজ কেনায় ক্রেতারা আসছেন। আজ সকালেও একজন মুরুব্বি এসেছিলেন। আমাদের র‌্যাংগস, কেলভিনেটর এর ফ্রিজের ভালো বিক্রি হচ্ছে। ক্রেতারা নিজেদের সময় করে শোরুমে ফ্রিজ দেখতে আসছেন।

ট্রান্সটেক ডিজিটালের এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নূরে আলম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের ফ্রিজের প্রতি বেশ আগ্রহ দেখছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতাদের বাড়তি চাপ না থাকলেও, বিকেল ৪ কি ৫টা থেকে ক্রেতাদের চাপ বাড়ে। আমাদের শোরুমে ট্রান্সটেক, ওয়ার্লপুল, হিতাচি, স্যামসাং এর ফ্রিজ রয়েছে। এর মধ্যে হিতাচি জাপানীজ কোম্পানীর ব্র্যান্ড হওয়ায় এ ব্র্যান্ডের ফ্রিজ ক্রেতারা কিনছেন।

তবে গত বছরের তুলনায় ক্রেতাদের চাপ কম বলেও মন্তব্য করেছেন কয়েকজন শোরুম কর্মকর্তা। স্যামসাং-ইলেক্ট্রা শোরুমের ইনচার্জ জাহাঙ্গির লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গত বছর ঈদের এক মাস আগে থেকেই ক্রেতাদের চাপ ছিল। কিন্তু এবার ক্রেতাদের চাপ অনেক কম। ফ্রিজ বেচা কেনা অনেকটা কম।

RSS
Follow by Email