বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led03রাজনীতি

কোন চাঁদাবাজ-সন্ত্রাসীকে বিএনপিতে জায়গা দেয়া যাবে না: খোকন

লাইভ নারায়ণগঞ্জ: ‘কুচক্রী মহল আওয়ামী লীগের প্ররোচনায় ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। সোমবার (১৬ ডিসেম্বর) রূপগঞ্জে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির খোকন র‌্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

গোলাম ফারুক খোকন বলেন, বাংলাদেশের মানুষ এখন বিএনপির ওপর আস্থা রাখে। আমাদের এমন কাজ করা যাবে না যার ফলে বিএনপির বদনাম হয়। আপনারা শপথ করুন। কোন চাঁদাবাজ, সন্ত্রাসীকে বিএনপিতে জায়গা দেয়া যাবে না। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের প্ররোচনায় ষড়যন্ত্র করছে। তারা দেশকে অশান্ত করতে চায়। আমরা সম্মিলিত ভাবে ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।

RSS
Follow by Email