বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতি

কোন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগ বাংলার মাটিতে থাকতে পারবে না: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, কোন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে তাঁরা থাকতে পারবে না। তারা গত ১৫ বছরে গুম করেছে, খুন করেছে ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল তিনটায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন মহানগর যুবদল। খানপুরে র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এড. সাখাওয়াত।

এসময় তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রইল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই সন্ত্রাসী ফ্যাসিবাদী শেখ হাসিনার দোষর যারা এ নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে। যারা বিগত ১৫ বছর সন্ত্রাস করেছেন শামীম ওসমান ও সেলিম ওসমানের পরিবারকে সহায়তা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানিও নির্যাতন করেছেন তারা কিন্তু এখনো নারায়ণগঞ্জে আছেন। বিভিন্ন স্থানে ও বিভিন্ন সেক্টরে বহাল রয়েছে। তাদেরকে যদি কেউ সহায়তা করে তাহলে এই যুবদলের নেতা কর্মীরাই তাদেরকে প্রতিহত করবে।

এড সাখাওয়াত আরও বলেন, আজকে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ৫ আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছর যারা এই নারায়ণগঞ্জসহ সারা দেশকে শোষণ করে গুম, খুন ও হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে নকশাবন্দী করেছিলেন। দেশে বাকশালী কায়দায় দুর্নীতির মাধ্যমে ৭৫ সালের মতো দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

এসময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুবদলের সাবেক সহ- সভাপতি আঃ রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, আশিকুর রহমান অনি, মো. এরশাদ, কামরুল হাসান, অদুদ সাগর, মিনহাজ মিঠু, মোজাম্মেল হোসেন আনোয়ার, হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা, শাহীন শরীফ, আরিফ খান, এ এইচ সৌরভ, মানিক বেপারী, মো. বাবুল মিয়া, মো. বাদশা, মো. শাকিল, শফিকুল ইসলাম শফিক, পলাশ বেপারী, সজিব আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল কালু, আঃ হাকিম, রেজাউল করিম রেজা, মো. হারুন, মো. নুরুজ্জামান, মো. বাদশা, জহিরুল ইসলাম হারুন, মঞ্জু হোসেন, আরিফ চৌধুরী, আরিফ সাউদ, আঃ কাদির, সোহেল প্রধান, রাশেদুল ইসলাম রাশেদ, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মাহাবুবুর রহমান, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, মো. জামান, সজিব, নিজাম উদ্দিন, সাগর মুন্সী, আঃ রহমান প্রমুখ।

RSS
Follow by Email