মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতিশিক্ষাসদরসোশ্যাল মিডিয়া

কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরীর চাষাঢ়া প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া চত্বর ঘুরে বঙ্গবন্ধুসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লিখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুশিয়ার করেন। কোন বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেনা বলে তারা জানান।

আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

RSS
Follow by Email