রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লাশিক্ষাসোশ্যাল মিডিয়া

কোটা আন্দোলনে নিহতদের জন্য তোলারাম কলেজে দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: কোটা আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদসহ কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ বলেন, কোঠা আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারি তোলারাম কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন একেএম অয়ন ওসমান। কালো ব্যাজ ধারন,নিরবতার মাধ্যমে বিনম্র শ্রদ্ধা ও শোক পালন হয়েছে। আমরা সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদসহ কলেজ শিক্ষার্থীরা নিহত ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করি।

RSS
Follow by Email