শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

কে কোন ধর্মের দেখার বিষয় না, দেশ সবার: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান এটা দেখার বিষয় না। এই দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার আছে, যতটুকু অধিকার আমার আছে, ততটুকু অধিকার আপনারও আছে। কারণ দেশটা আমাদের সবার। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অশুভ শক্তি সবসময় থাকবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য।’

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ২নং রেল গেট থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শামীম ওসমান এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালিটির আয়োজন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শামীম ওসমান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের ছিলাম সেটা বিষয় ছিলো না, বিষয় ছিলো আমরা সবাই বাঙ্গালি। আর এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশের কোথায় কি হবে জানি না, তবে নারায়ণগঞ্জে সাম্প্রদায়ীকতার ছড়ায়নি, ছড়াবেও না। এ জেলার মতো পাশাপাশি কবরস্থান, শ্মশান ও খৃষ্টানদের কবরস্থান বাংলাদেশে আর কোথাও নাই। আমরা মৃত্যুর আগেও একসাথে আছি, মৃত্যুর পরেও একসাথে থাকবো।’

তিনি আর বলেন, ‘যে কোন শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মনে করি, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কখনো তাদেরকে সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এখন যেমন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশকে কেউ মাথা নিচু করাতে পারবে না। আমার বিশ্বাস জয় আমাদের হবেই, কারণ আমরা বীরের জাতি।’

নগরীর ২নং রেল গেট এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বর হয়ে আবার ২নং ২নং রেল গেট এলাকায় এসে শেষ হয়।

 

RSS
Follow by Email