মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led05ধর্ম

কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসেনি: মুফতি সাকী

লাইভ নারায়ণগঞ্জ: স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্ত নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণজমায়েত ও বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী এসব কথা বলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় চাষাঢ়া শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

মুফতি সাকী বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাতের প্রচেষ্টা এই দিনে সফলতা পেয়েছিল। এই রক্তে রাঙা দিন আমাদেরকে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় আইনি সংস্কার করতে পারি, তবেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গ সার্থকতা পাবে।”

তিনি আরও বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদের জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আবারও সেই ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসেনি, বরং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিল।

মুফতি সাকী জুলাইয়ের আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাইয়ের রক্ত ও জীবনের সার্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিচলভাবে কাজ করে যাবে। বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

গণজমায়েত ও বিজয় মিছিল শেষে ডিআইটিতে অবস্থিত জুলাই আগস্ট স্মৃতিকর্ণারে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

RSS
Follow by Email