মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led01Led02রাজনীতি

কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন

লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল অংশ গ্রহন করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ থেকে সদূর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির ১০টা ইউনিটের নেতাকর্মীরা।

দুপুর ১২টা থেকে রাজধানীর সিটি হার্ট এলাকায় নেতাকর্মীরা, বিভিন্ন ফেস্টুন মাইক গাড়িতে সুসজ্জিত করে জুমার নামাজ আদায় করে। দুপুর আড়াইটা থেকে জেলার সমস্ত নেতা র‌্যালী শুরু করে বিকাল ৫টায় সমাবেশে অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালিতে অংশ গ্রহন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, এড. বালী ভূইয়া, আড়াইহাজার বিএনপি ইউসুফসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email