শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
Led02রাজনীতিরূপগঞ্জ

কেন্দ্রীয় নেতাদের সাথে না.গঞ্জ স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে দলগুলো এখন তৃণমূল পর্যায়ে নিজেদের সংগঠিত করার ওপর জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় দলের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং চলমান সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্য দিকনির্দেশনা দেন।

সকালে রূপগঞ্জের তারাব পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শিপলু ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সালাউদ্দিন সালুসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, এই ধরনের মতবিনিময় সভা তাদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। তারা এখন থেকে আরও বেশি উৎসাহ নিয়ে দলের কর্মসূচিতে অংশ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

RSS
Follow by Email