কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা-নিহতের ঘটনায় রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ
লাইভ নারায়ণগঞ্জ: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাড়িবহরে হামলা প্রতিবাদ, ক্রীড়া সম্পাদক শওকত আলীর (দিদার) হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় ওই বিক্ষোভ করেন তারা।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় গোপালগঞ্জে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় হয়। ঘটনাস্থলে একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহত হয়েছেন। এতে সাংবাদিকসহ আরও অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টামূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। এছাড়া ওই হামলায় নিহত দিদারের হত্যাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। পরে তারা কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।
সভায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মিয়া, নজরুল ইসলাম বাবু, নাঈম, নাসির উদ্দিন, আতিক এজাজ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সোহেল রানা, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব রায়হান মীর, রাসেল, নাজমুল সাউদ, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া প্রমুখ।