শনিবার, জুলাই ৫, ২০২৫
Led03আড়াইহাজার

কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। তবে পরিবারের অভিযোগ অভিযুক্ত ছেলে ‘মানসিক ভারসাম্যহীন’ শুক্রবার (৪ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জ নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্দ) মো. সাইফ উদ্দিন।

নিহত বাবার নাম মো. মাহবুব (৪২)। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্দ) মো. সাইফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ছেলে ‘মানসিক ভারসাম্যহীন’। দীর্ঘদিন তাকে বেধে রাখা হয়েছিলো। আজকে কোন ভাবে বাধন ছুটে যায়। আর তখনই বাবাকে আঘাত করে ও এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলে ইয়াসিন বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

RSS
Follow by Email