কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহিন-রিফাতের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা র্যালি বের করেন।
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা. শাহীন ও ও সদস্য সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নারায়ণগঞ্জের কৃষক দলের ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।