শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led04রাজনীতি

কুয়েটের সংঘর্ষের ঘটনায় না.গঞ্জ মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান ফারহান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান ফারহান বলেন, ‘গতকাল কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা আমাদের বিভিন্ন অপবাদ দিচ্ছে। মূলত কুয়েটে আমাদের কোন ছাত্রদলের কমিটি নেই। সদস্য সংগ্রহের জন্য সেখানে তারা একটি কর্মসূচি পালন করছিল। তখন সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবির পাশ দিয়ে মিছিল করে যাচ্ছিল। ছাত্রদলের নেতাকর্মীদের দেখে তারা সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্রদলের ওপর হামলা করে। পরবর্তীতে সংঘর্ষটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এই ঘটনায় একটি ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন। কুয়েটের এই ঘটনা আসলে কি হয়েছে এবং কারা দোষী সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষী যেই হোক সে আমাদের দলের হলোও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত যে ষড়যন্ত্রগুলো হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সকলকে প্রতিপক্ষ নয় প্রতিযোগী মনে করি, সকলকে আহবান করবো ছাত্রদলের বিরুদ্ধে এরকম নোংরা ষড়যন্ত্র না করার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রশিবিরদের বলবো, আসেন প্রতিটি ক্যাম্পাসে আমরা গণতন্ত্র মূলক রাজনীতি করি। না হলে এ রকম সংঘর্ষ ঘটিয়ে ছাত্রলীগের উত্থান হবে, তারা সুযোগ পেয়ে যাবে। ছাত্ররা ছাত্রদলকে নিজ ইচ্ছায় গ্রহণ করে নিচ্ছে, এই সরকারি তোলারাম কলেজে অনেক শিক্ষার্থীরাই ছাত্রদলের সক্রিয় হচ্ছেন। কুয়েটে যে ঘটনা ঘটেছে আমরা এরকম ঘটনা অন্য কোন ক্যাম্পাসে দেখতে চাই না। ছাত্রলীগ যেভাবে তোলারাম কলেজ বিস্তার করেছিল আমরা আধিপত্য বিস্তার করতে চাই সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায়। যে ষড়যন্ত্র হচ্ছে সেটা সাধারণ শিক্ষার্থীরাও মানবে না। গণতান্ত্রিক রাজনীতিতে সংঘর্ষ বলে কোন শব্দ নেই, আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক উপায়ে ছাত্র রাজনীতি চর্চা করতে।’

RSS
Follow by Email