বুধবার, মে ১৪, ২০২৫
রাজনীতি

কুরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন হতে দিবো না: আবদুল জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন, জীবন থাকতে বাংলাদেশে কোন ধরনের কুরআন বিরোধী আইন বাস্তবায়ন হতে দিবোনা। আপানাদের মনে রাখতে হবে মানুষের মতবাদ দিয়ে কখনো আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সৎ লোকের শাসন সমাজে প্রতিষ্ঠা করতে হবে।মঙ্গলবার (১৩ মে) চাষাঢ়ায় অবস্থিত ছাত্র শিবিরের কার্যালয়ে কুরআন দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আবদুল জব্বার ।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র শিবির কুরআনকে আঁকড়ে ধরার কারনে উপ মহাদেশে ব্যাপক সুনাম বয়ে এনেছে। তাই আমাদের প্রত্যেকে কুরআন বুজে জীবন গঠন করতে হবে।

সভায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় কুরআন দিবসে কুরআনের গুরুত্ব নিয়ে শতাধিক ছাত্র শিবির নেতা কর্মীদের সাথে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

RSS
Follow by Email