রবিবার, মার্চ ২৩, ২০২৫
ধর্মফতুল্লা

কুতুবপুরে ইসলামী আন্দোলন ‘ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা হলে আবারো আন্দোলনের দাবানল জ্বলবে’

লাইভ নারায়ণগঞ্জ: কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শ‌নিবার (২২ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় ওই ইফতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহ।

তিনি বলেন, আবার যদি ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হয়, তাহলে জীবনের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাজী মুহাম্মাদ ওয়াসি উদ্দিন। তিনি বলেন, খুন, গুম, ধর্ষণের মতো জঘন্য অপরাধ বন্ধ করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই। এ আন্দোলনই পারে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান। তিনি বলেন, যে মাসে কোরআন নাজিল হয়েছে, সে মাসে কোরআনের আন্দোলনের শপথ নিতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে, ততদিন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বিএনপি-সহ স্থানীয় বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

RSS
Follow by Email