কুতুবপুরে ৪ কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কুতুবপুরে অবৈধভাবে পরিচালিত ও পরিবেশ দূষণকারী চারটি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় কুতুবাইলের মেসার্স হোসেন টেক্সটাইল মিলস, কুতুবপুরের পশ্চিম দেলপাড়ার মো. সারোয়ার আলম রাবিবের ইট ক্রাসিং কারখানা, একই এলাকার মো. ফারুখ হোসেন খোকনের ইট ক্রাসিং কারখানা ও মো: আজাহার উদ্দিন শেখে ইট ক্রাসিং কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ উপস্থিত ছিলেন।