বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04ফতুল্লা

কুতুবপুরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ইউনিয়নের মুন্সিবাগ এলাকার সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা বস্তাবন্দি ছিল। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের একটি ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার অফিনসার ইনচার্জ (ওসি) নুর ই আজম বলেন, ‘সকালে কুতুবপুর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।’

RSS
Follow by Email