কুতুবপুরে দারুল উলুম মাদ্রাসায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দারুল উলুম মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ ও প্রতিষ্ঠানটির সার্বিক খোঁজখবর নিতে পরিদর্শন করেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে তিনি মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
এসময় তিনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নৈতিক ও আদর্শবান মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

