সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led05রাজনীতি

কুতুবপুরে ডেঙ্গু বৈষম্যের প্রতিবাদে সরব যুবশক্তি, দ্রুত সমাধানে আলটিমেটাম

লাইভ নারায়ণগঞ্জ: সিটি কর্পোরেশন এলাকার বাইরে থাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কুতুবপুর ইউনিয়ন বৈষম্যের শিকার হচ্ছে—এমন অভিযোগ তুলেছে এনসিপি’র যুব সংগঠন জাতীয় যুবশক্তির স্থানীয় নেতারা। ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় রোববার (১২ অক্টোবর) দুপুরে কুতুবপুর ইউনিয়ন অফিসে ইউনিয়ন সচিব দিদার হোসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিরা।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এই আলোচনায় জাতীয় যুবশক্তির পক্ষে আবিদ রহমান ও নাসিম আহমেদসহ অন্যান্য নেতারা অংশ নেন। তারা জানান, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গু রোগী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেবল গত শনিবারই ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের তিনজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯ নং ওয়ার্ডেও ডেঙ্গু মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কুতুবপুরে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার নেতা আবিদ রহমান প্রশাসনের বিরুদ্ধে সরাসরি বৈষম্যের অভিযোগ এনে বলেন, “আমরা ইউনিয়নবাসী সব সময় বৈষম্যের শিকার হই। সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধের কাজ চললেও আমাদের কুতুবপুর ইউনিয়ন পুরোপুরি ভিন্ন। আমাদের ইউনিয়নবাসীদের সাথে এই বৈষম্য সত্যিই দুঃখজনক।”

আবিদ রহমান আরও বলেন, “আমাদের ইউনিয়নবাসীদের সাথে বৈষম্যের সব থেকে বড় প্রমাণ এই ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি। প্রশাসন কোনো কাজ না করে চুপ করে আছেন। আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।”

সচিব দিদার হোসেনকে সরাসরি হতাশা প্রকাশ করে আবিদ রহমান বলেন, “দেশের এই পরিস্থিতিতে আপনাদের চুপ করে থাকাটা সত্যি হতাশাজনক। শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ নিন।” তিনি ইউনিয়নের বেশ কিছু ডোবা ও পরিত্যক্ত জায়গায় মশার লার্ভা নিধনের ওষুধ (লার্ভিসাইড) ছিটানোর আহবান জানান, যা ডেঙ্গু মশার জন্মস্থল হিসেবে চিহ্নিত হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া যুবশক্তির নেতারা দ্রুত ডেঙ্গু মশা প্রতিরোধ করার দাবি করেন এবং ইউনিয়নবাসীকেও সচেতন হওয়ার অনুরোধ জানান।

RSS
Follow by Email