কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের (এনসিসি) আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার। তিনি হুঁশিয়ারি দেন, কুতুবপুরকে ‘নো মেন্স ল্যান্ডের মতো জায়গায়’ রাখা যাবে না।
জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) শহরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি সিটি কর্পোরেশনকে বলতে চাই; কুতুবপুরকে নো মেন্স ল্যান্ডের মতো জায়গায় রাখা যাবে না, কুতুবপুরের জনগণকে নারায়ণগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।”
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার জাতীয় নির্বাচন নিয়েও সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “গত ২৪ এর জুলাই আন্দোলনে আমরা প্রায় ২ হাজার ছাত্র জনতা হত্যা এবং অসংখ্য মানুষের অঙ্গ হানির মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।”
তিনি আরও বলেন, জুলাই সনদ এবং পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত এই মানববন্ধনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ যুক্ত হয়েছেন।
ইসলামিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের আগে ‘গণ ভোট’ আয়োজনের দাবি তুলে ধরে তিনি বলেন, “অন্য একটি দল দানাই ফানাই করে বলছে এটা নাকি অনেক খরচ। আমরা বলছি নির্বাচনের ১৫ দিন পূর্বে গণ ভোটের আয়োজন করলে এক খরচে নির্বাচনও হয়ে যাবে।”
তিনি উল্লেখ করেন, “জুলাই সনদ আগে হওয়া দরকার এজন্য যে, আওয়ামী লীগের মতো কোনো দল জোর জবরদখল করে যেন ফ্যাসিজম সৃষ্টি করতে না পারে।”
সাবেক সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এতো পরিমাণ নিষ্পেষিত হয়েছে, নির্যাতীত হয়েছে… জনগণের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলেছিল, এখন আর সুন্দর সুন্দর কথা কেউ বিশ্বাস করে না।” তিনি প্রশ্ন তোলেন, “হাসিনার আমলে ১০০% এর উপরে ভোট কাস্ট হয়েছিল, আপনারা কি এটা চান? সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদ পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।”