কুতুবপুরকে আংশিক নয়, সম্পূর্ণ সিটি কর্পোরেশন অর্ভুক্তির দাবি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় কুতুবপুর ইউনিয়নকে আংশিক অন্তর্ভুক্তির জন্য জেলা প্রশাসকের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কুতুবপুর নাগরিক কমিটি। কমিটি পুরো ইউনিয়নকেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছে। দীর্ঘদিনের এই দাবি পূরণে আগামী দিনগুলোতে আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কুতুবপুর নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত জানান।
কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক নুরুল হক জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, কুতুবপুর নাগরিক কমিটি ২০০৯ সাল থেকে এই ইউনিয়নকে নাসিক-এর অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় সভা-সমাবেশ করে আসছে। এ বিষয়ে স্মারকলিপিও একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রী, সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র এবং জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা বিস্ময় প্রকাশ করে বলেন, গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক সিটি কর্পোরেশন এলাকার সম্প্রসারণ সম্পর্কিত স্মারকে কুতুবপুর ইউনিয়নকে আংশিক সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করছেন।
নেতৃবৃন্দ বলেন, প্রায় পাঁচ লক্ষের অধিক জনসংখ্যা ও ২ লক্ষের মতো ভোটার নিয়ে কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার সকল ক্যাটাগরি বহু আগেই পূরণ করেছে। তারা প্রশ্ন তোলেন, “এই কুতুবপুরে ১% চাষাবাদের কোনো আবাদি জমি নেই, এখানে ১০ তলা ১৫ তলা বহু অট্টালিকা রয়েছে, রেলপথ, সড়ক পথ, নৌ পথ, আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা। তারপরেও কেন জেলা প্রশাসক মহোদয় কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না, আমাদের বোধগম্য নয়।”
কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সদস্য সচিব এস এম কাদির বলেন, এই এলাকার জনগনের দীর্ঘদিনের দাবি কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে, কোনো আংশিক নয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল থেকে কুতুবপুরের বিভিন্ন শ্রেণী-পেশার সামাজিক, সংস্কৃতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। যতদিন পর্যন্ত পুরো কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বাবু ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ ও পরিচালনা পর্ষদের সকল নেতৃবৃন্দ।