রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতি

কুচক্রী মহলকে দেশের শান্তি নষ্ট করতে দেয়া হবে না: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। আহতদের দেখতে ঢাকার আল কারীম হাসপাতালে যান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, শ্রমিক আন্দোলন নগর সভাপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, শহর শাখা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।

মুফতি মাসুম বিল্লাহ আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সান্ত্বনা দেন। সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের নিকট মুনাজাত করেন।

এসময় তিনি বলেন, কুচক্রী মহল এখনো দেশের শান্তিময় পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে কোনভাবেই আর সুযোগ দেয়া হবে না। দুষ্কিৃতিকারীরা যত রূপ নিয়েই আসুক না কেন তাদেরকে প্রতিহত করতে দেশের ছাত্র-জনতা সদা প্রস্তুত। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RSS
Follow by Email