বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসদর

কুচক্রীমহল অসাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য মন্দিরে হামলা করছে: মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বৈরাচার পতনের পর সারা দেশের মন্দির পাহাড়া দেয়ার জন্য ইসলামী আন্দোলন সহ আলেম ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীগণ দিন-রাত পাহাড়া দেয়। যাতে কোন দুস্কৃতিকারী দেশে কোন দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে। অনেক হিন্দু সম্প্রদায় লোক আমাদের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় কিছু কুচক্রীমহল অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য মন্দিরে হামলা সহ বিশৃঙ্খলা তৈরি করতে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এসব দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রবিবার (১১ আগস্ট) রবিবার শিবু মার্কেট বাদ মাগরিব এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, বাংলাদেশের মুসলমান সংখ্যালঘুদের সবসময় নিরাপত্তা দিয়ে আসছে। যদি না-ই দিত তাহলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটা মন্দিরও অক্ষত থাকত না। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রতির এ দেশ আমরা সকলে মিলে মিশে থাকতে চাই। ফ্যাসিস্ট সরকার থেকে অর্জিত এ স্বাধীনতাকে প্র্রশ্নবিদ্ধ ও ধ্বংস করার জন্য এক শ্রেণি উঠেপড়ে লেগেছে। বিভিন্ন ষড়যন্ত্রের জাল তৈরি করছে। আমরা সচেতন ছাত্র- তৌহিদী জনতা কখনই এদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না, ইনশাআল্লাহ। পরিশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে থাকার উদাত্ত আহবান জানান।

RSS
Follow by Email