“কী নিয়ে স্কুলে গেলেন মশিউর রহমান, শিক্ষার্থীরা এত উচ্ছ্বাসিত কেন “
লাইভ নারায়ণগঞ্জ: উচ্ছ্বাস প্রকাশ করে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, এযেন বাবা-মা আমাদেরকে স্কুলে যাওয়ার সময় চকলেট কিনে দিলেন!
শনিবার (১৭ই মে) স্কুলের অ্যাডহক কমিটির পরিচিতি সভায় হঠাৎ চকলেট নিয়ে হাজির হন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। স্কুল প্রাঙ্গণে চকলেট বিতরণের দৃশ্য হয়ে ওঠে আবেগঘন।
এ সময় মশিউর রনি বলেন, “স্কুল হলো বৈষম্যহীন একটি জায়গা। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী বা রিকশাচালক—সবারই সমান অধিকার, সমান শিক্ষা পাবে। আমি আশা করি, এই বিদ্যালয় তার সুনাম ধরে রাখবে এবং আগামীতেও বৈষম্যহীন পরিবেশ বজায় রাখবে।”
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও প্রশংসা করেন। অনেকের মতে, ছোট্ট একটি চকলেট শিশুদের মনে গেঁথে যাবে দীর্ঘদিন, যা তাদের স্কুল জীবনের স্মৃতিতে রাখবে বিশেষ জায়গা।
এদিকে, রনির এই ছোট্ট প্রচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। ব্যবহারকারীরা এটিকে “শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে অনন্য পদক্ষেপ” বলে আখ্যায়িত করেছেন।