শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

কিশোরী অপহরণের অভিযোগ, সিদ্ধিরগঞ্জে উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে অপহরণের শিকারের অভিযোগে এক কিশোরী (১৫)কে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানায়। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় শিশুটি। পরবর্তীতে এ ঘটনায় আড়াইহাজার উপজেলার তাতোয়াকান্দা এলাকার বাসিন্দা মো. ইয়াকুবের ছেলে ইমন (২০), মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ইয়াকুব (৫০) ও তার স্ত্রী জাহানকে (৪৫) আসামি করে আদালতে মামলা দয়ের করে।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকা থেকে শিশু ভিকটিমকে উদ্ধার করে পিবিআই।

RSS
Follow by Email