সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led03রাজনীতি

কাসেমীর মাদ্রাসায় রিজভী, হেফাজতকে করলেন আর্থিক সহায়তা

লাইভ নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর বারিধারায় মুফতি মনির হোসাইন কাসেমীর জামিয়া মাদানিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি ক্যান্সার আক্রান্ত মাওলানা ফারুকীর হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আলেম-ওলামাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মানবিক এই সহায়তা প্রদানের পর তিনি মাওলানা ফারুকীর দ্রুত সুস্থতা কামনা করেন।

একই সময়ে, ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মাওলানা ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ আমরা মানবিক সহায়তা নিয়ে মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছি।” তিনি আরও বলেন, তারা জানতে পেরেছেন যে সাধারণ মানুষও সাধ্যমতো ভালোবাসা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এসময় হেফাজতে ইসলামের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ প্রমুখ উল্লেখযোগ্য।

RSS
Follow by Email