শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led05রাজনীতি

কাশীপুরে জামায়াতের নেতা মাওলানা আব্দুল জব্বারের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার অন্তর্গত কাশীপুর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নারায়ণগঞ্জ মহানগরীর আমির এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল জব্বার।

গণসংযোগ চলাকালে মাওলানা আবদুল জব্বার এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় স্থানীয় জনগণ মাওলানা জব্বারের প্রতি আন্তরিক সমর্থন ও দোয়া জ্ঞাপন করেন।

উঠান বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমির এডভোকেট আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদ সদস্য জাকির হোসাইন এবং মাওলানা সাইফুদ্দিন মনির। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল বশির, আল-আমিন, মাওলানা আব্দুল কাইয়ুম সহ স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

RSS
Follow by Email