কাশিপুরে ছাত্র ফেডারেশনের মশা নিধন, জনসচেতনতা ও ইউপি’র পদক্ষেপের দাবি
লাইভ নারায়ণগঞ্জ: যখন ডেঙ্গু রাজ্যের ত্রাস হয়ে দেখা দিয়েছে, বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রকোপ বেড়েছে, ঠিক তখনই মশা নিধনে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুধুমাত্র ফগার মেশিনের ব্যবহার নয়, বরং ব্যাপক জনসচেতনতা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত করার দাবিতে কাশিপুরে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচি পালন করছে সংগঠনটি।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইল আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয় এবং সদস্য আবু তালহাসহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে মাহাদী হাসান ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে বলেন, “ডেঙ্গু এখন একটি মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রভাব আরও প্রকট। শুধু ফগার মেশিন ব্যবহার করলেই হবে না, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে।”
তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভূমিকা নিয়ে জোর দাবি জানান। তিনি বলেন, “বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিতভাবে কার্যকরী ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। খাল গুলোকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে— তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানিয়েছে, এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক ধারাবাহিক উদ্যোগেরই অংশ।