শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05ফতুল্লা

কাশিপুরে অটো রিক্সা শো-রুমে বিস্ফোরণে কিশোর নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কাশিপুরে মুসকান মটরস নামের অটো রিক্সা-ইজি বাইকের শো-রুমে বিস্ফোরণে দগ্ধ সাগর নামের এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাঁচগাও শেখ বাড়ীর আলমগীরের পুত্র ও মুসকান টাওয়ারের মালিক স্বপন হোসেনের মালিকানাধিন মুসকান মটরস নামের অটো-ইজি বাইক ও ব্যাটারীর শো রুমে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলো।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুসকান মটরসের (মুসকান টাওয়ার) মালিক স্বপন হোসেন (৬০)কে আসামী করে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, মুসকান মটরসে বিস্ফোরণে আহত সাগর সোমবার বিকেলে চিকিৎসারতবস্থায় মারা গিয়েছে। নিহতের বাবা বাদী হয়ে মুসকান মটরসের মালিক স্বপন হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানায়।

RSS
Follow by Email