কালাপাহাড়িয়ার সাবেক চেয়ারম্যান ডালিম ২দিনের রিমান্ডে
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ফাইজুল ইসলাম ডালিমকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় বিচারক নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমানের আদালতে ওই রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ডপ্রাপ্ত ফাইজুল ইসলাম ডালিম আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল কাইয়ুম। তিনি জানান, সোনারগাঁ থানায় ইব্রাহীম হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে পুলিশ। বুধবার সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়।