মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Led05শিক্ষা

কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ, নারায়ণগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে, এক জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ওই জব ফেয়ার’র আয়োজন করা হয়। এ সময় কলেজটির সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন এএসএসইটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মীর জাহিদ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী বি এম শরিফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহাবুব হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহাবুব হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে মীর জাহিদ হাসান বলেন, “আমাদের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীরা যেন তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগাতে পারে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষিত ব্যক্তিরা যখন কর্মক্ষেত্রে যোগদান করতে পারবে, তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে।” তিনি আনুষ্ঠানিকভাবে এই জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এইচআরডি নিট কনসার্নট গ্রুপের ইঞ্জি. জুলফিকার রাশেদ এই জব ফেয়ারের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের প্রতিষ্ঠানে নতুন ও অনভিজ্ঞ কর্মীদের নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়। এই ধরনের জব ফেয়ার আয়োজনের ফলে আমরা সহজেই দক্ষ জনবল খুঁজে পেতে পারি।”

শিক্ষার্থী মো. সুলতান দেওয়ান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “পড়াশোনা শেষ হওয়ার আগেই আমাদের মতো শিক্ষার্থীদের মাথায় একটি চিন্তা থাকে, কোথায় ভালো মানের চাকরি পাওয়া যাবে। আমরা দেখেছি আমাদের সিনিয়রদের ভালো প্রতিষ্ঠানে চাকরি খুঁজে পেতে অনেক সময় ব্যয় করতে হয়েছে। বর্তমান চাকরি বাজারের প্রতিযোগিতায় এই ধরনের জব ফেয়ার আমাদের জন্য অনেক সহায়ক হবে।”

এই জব ফেয়ারে মোট ২৩টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা কারিগরি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ উন্মোচন করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত কর্মসংস্থান খুঁজে নিতে এবং দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

RSS
Follow by Email