শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Led03জেলাজুড়ে

কারাগারে ‘নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ’ উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: জেলা কারাগারে কারাবন্দিদের জন্য নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লিগ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) জেলা কারাগারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ উদ্বোধন করেন।

টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স নামে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এই ব্যতিক্রমী আয়োজন দেখতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১,২৪৪ জন বন্দি উপস্থিত ছিলেন। এর মধ্যে ১,১৯৭ জন পুরুষ ও ৪৭ জন নারী বন্দি। বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত ২৫২ জন এবং বিচারাধীন বন্দি ৯৯২ জন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কারাগার এখন শুধুমাত্র বন্দিশালা নয়, এটি একটি সংশোধনাগার। কারাবন্দিদের সুস্থ বিনোদন ও পুনর্বাসনের জন্যই এমন আয়োজন করা হয়েছে। অনেকেই হয়তো রাগের বশে, আবেগপ্রবণ হয়ে বা না বুঝে অপরাধে জড়িয়েছেন। তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে তাদের পরিবার ও সন্তানদের ওপর। বন্দিদের অনুপ্রাণিত করে তিনি বলেন, এই পৃথিবীতে যারাই বড় হয়েছেন, তারা পরিশ্রম করেই হয়েছেন। তাই ভালো পথে ফিরে আসতে হবে, সুস্থ জীবনে ফিরতে হবে। আমরা আপনাদের দেখাতে চাই জীবন অনেক সুন্দর। কারাগারের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে বন্দিরা যেন স্বাবলম্বী হয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারে, সেজন্য কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদসহ অন্যান্য কারা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email