কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছি, কিন্তু নীতির প্রশ্নে আপস করিনি: মাও. ফেরদাউস
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস দাবি করেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। বর্তমানেও তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
মাওলানা ফেরদাউস জানান, গত সাড়ে এগারো বছরে তার নামে মোট ৪৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে তিনবার কারাবরণ করতে হয়েছে।
তিনি কঠোর ভাষায় বলেন, “আমি হেফাজতের রাজনীতি করার কারণে বারবার কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছি, কিন্তু নীতির প্রশ্নে আপস করিনি।” তিনি যোগ করেন, এসব ষড়যন্ত্র তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না।
ষড়যন্ত্রের নেপথ্যে ‘ওসমান পরিবার’!
এই রাজনৈতিক নিপীড়নের জন্য স্থানীয় প্রভাবশালী মহলকে দায়ী করেছেন এই ধর্মীয় নেতা। তার অভিযোগের তীর সরাসরি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের দিকে। তিনি দাবি করেন, এই পরিবারটি বারবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
মাওলানা ফেরদাউস জানান, সাম্প্রতিক সময়েও কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তবে এসব অপপ্রচার নিয়ে তিনি মোটেও বিচলিত নন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এই প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সব জানে, সত্য একদিন প্রকাশ হবেই। এসব ষড়যন্ত্র করে আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। আমি এসব সংবাদে বিচলিত নই।”
মাওলানা ফেরদাউস জানান, সকল বাধা পেরিয়ে তিনি তার আদর্শিক পথে অবিচল থাকবেন।