কারখানার ধোঁয়া-বজ্যে পরিবেশ দূষণ, মালিককে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আমেনা সাইজিং কারখানার ধোঁয়ায় এবং বজ্যে পরিবেশ দূষণের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক হাজী আইয়ুবকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অবস্থিত আমেনা সাইজিংয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল ছোট ফাউসা গ্রামের আইয়ুব হাজীর মালিকানাধীন সাইজিং মিলের ধোঁয়ায় ও বজ্যে পরিবেশ নস্ট হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে হুমকির সম্মুখীন হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুযায়ী অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।