মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led05বন্দর

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে স্কুলছাত্রী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচারিত অটোরিকশায় থাকা ইশরাত জাহান তানহা (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একইসঙ্গে আরও চারযাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মদনপুর-আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইশরাত জাহান তানহা রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। সে শহিতুন্নেসা পাইলট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে এক স্কুলছাত্রী মারা যায়। সেই সঙ্গে আরও চারযাত্রী আহত হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নওফেল বিন আলম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়।

RSS
Follow by Email